
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভের পরবর্তী শাহী স্নানের দিন মাঘী পূর্ণিমার আগে নতুন বিধিনিষেধ জারি করল প্রয়াগরাজ প্রশাসন। ১৪৪ বছর পর বিশেষ তিথিতে প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। দেড় মাসের এই মেলায় বিশেষ কয়েকটি স্নানের দিন রয়েছে যার মধ্যে একটি মাঘী পূর্ণিমা। এই বিশেষ দিনে কোটি কোটি ভক্ত শাহী স্নান করতে আসতে পারেন মহাকুম্ভে। এমনটা আগে থেকে আশা করেই প্রয়াগরাজ প্রশাসনের তরফে শহরে যান চলাচলের ওপর কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।
উল্লেখ্য, জানুয়ারি মাসের ২৯ তারিখে দ্বিতীয় শাহী স্নানের সময় পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছিলেন। সেই দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে কারণে নেওয়া হয়েছে আগাম সতর্কতা। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর ৪টে থেকে কুম্ভমেলা চত্বর সম্পূর্ণ যানবাহনমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। যা বিকেল ৫টা থেকে গোটা শহরে কার্যকর হবে। বিভিন্ন রাস্তা ধরে আসা ভক্তদের জন্য আলাদা আলাদা পার্কিং জোন নির্ধারিত হয়েছে যেখানে গাড়ি রাখতে হবে তাঁদের। জানা গিয়েছে, শাহী স্নানের পর ভক্তরা যতক্ষণ না মেলা চত্বর ছাড়বেন অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
তবে জরুরি পরিষেবা ও প্রয়োজনীয় যানবাহন চালানো যাবে বলে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যাঁরা নির্দিষ্ট সময়ের জন্য প্রয়াগরাজে রয়েছেন তাঁদের যানবাহনের ওপরও এই বিধিনিষেধ প্রযোজ্য। সোমবার রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ ও পৌর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং মাঘী পূর্ণিমার স্নানের প্রস্তুতি খতিয়ে দেখেন। জানান, রাস্তার ওপর যাতে কোনোভাবেই দীর্ঘ যানজট তৈরি না হয়। ট্রাফিক সমস্যা সবার আগে আটকাতে হবে।
মনে করা হচ্ছে, মাঘী পূর্ণিমার আগে ট্রাফিক বিধিনিষেধ জারি করার মূল কারণ জানুয়ারির ২৯ তারিখে মৌনি অমাবস্যার দিন দ্বিতীয় শাহী স্নানের সময় মর্মান্তিক পদপিষ্টের ঘটনা। সরকারি তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় অন্তত প্রাণ হারিয়েছেন ৩০ জন। প্রায় ৬০ জনের আহত হওয়ার খবর মিলেছে। প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনসমাগম হিসেবে পরিচিত মহাকুম্ভ শুরু হয়েছে ১৩ জানুয়ারি। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
সমালোচনা শুধু কেন্দ্রের, রাজ্যের বিরুদ্ধে খোলা যাবে না মুখ, কেরালায় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলে শোরগোল
আলোচনার ডাক বাতাসে মিলিয়ে গেল, রাষ্ট্র পাঠাল গুলি: মাওবাদী বিরোধী অভিযানে প্রতিক্রিয়া সিপিএম-সহ বামপন্থীদের
'অমৃত ভারত' স্টেশনে গেলেই ফ্রি ওয়াই ফাই, আধুনিক ওয়েটিং হল? কী কী সুবিধা থাকছে, দেখে নিন এক নজরে
বেতন ঢুকলেই নিমেষে উধাও! অ্যাকাউন্টে ঢোকে টাকার ছায়া, বেতন গিলে নেয় ভূত, এমন চাকরি শুনলে আপনিও শিউরে উঠবেন
দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান
২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে
আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর